‘সেইফস্টেপ’ উইনরক-রামরু’র নিরাপদ অভিবাসনের মোবাইল অ্যাপ

Posted by on Jul 28, 2021 in Blog | 4 comments

“ধুর! আগে জানতাম বিদেশে যেতে পারলেই অনেক টাকার মালিক হওয়া যায়। এখন দেখছি বিদেশে যেতে হলে অনেক কিছু হিসাবের ব্যাপার আছে।” ‘সেইফস্টেপ’ অ্যাপ ব্যবহারকারী অভিবাসন প্রত্যাশী রাকিব হোসেন এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন।

আমাদের দেশে অভিবাসনের ক্ষেত্রে অভিবাসীরা প্রায়ই অভিবাসনের আগে, অভিবাসনের সময় এবং অভিবাসন পরবর্তী সময়ে কোনো-কোনো অসাধু রিক্রটিং এজেন্সি, সাব-এজেন্ট এমনকি নিয়োগকর্তার মাধ্যমে প্রতারণাসহ নির্যাতন ও শোষণের শিকার হন। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানা, হাতের কাছে পর্যাপ্ত তথ্য না থাকা, কোথায় বা কার কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে তা না জানার কারণে অভিবাসীরা আর্থ- সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং সফল হতে না পেরে সারাজীবন কষ্ট ভোগ করেন।

Safestep

‘সেইফস্টেপ’ (SafeStep) মোবাইল অ্যাপটি নিরাপদ শ্রম অভিবাসনকে ত্বরান্বিত ও অভিবাসনের তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অভিবাসী কর্মী, অভিবাসী পরিবারের সদস্য, অভিবাসনের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সেবা প্রদানকারীরা সহজেই স্মার্টফোনের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

নিরাপদ অভিবাসনে একটি সম্পূর্ণ গাইডলাইন হিসেবে ‘সেইফস্টেপ’ অ্যাপটিতে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করা হয়েছে;  যেমন: প্রোফাইল (Profile), অভিবাসন সম্পর্কিত প্রস্তুতি তালিকা (Migration Checklist), ক্যালকুলেটর (Calculator), ডিজিটাল শিক্ষা উপকরণ (e-Learning) ও সহায়তা কেন্দ্র (Help Center)।

সম্প্রতি এই প্রকল্পটি রেফিউজি এন্ড মাইগ্রেটরী মুভমেন্টস্ রিসার্চ ইউনিট (রামরু) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৪টি ইউনিয়নে উইন্রক ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় রামরু ২৫,০০০ সম্ভাব্য, ফেরত আসা অভিবাসী, অভিবাসী পরিবার, স্থানীয় সাব-এজেন্ট, ইউডিসি, সিটিসি সদস্য, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারী-বেসরকারী অংশীদারদেরকে ডেমোনস্ট্রেশন, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণের মাধ্যমে ‘সেইফস্টেপ’ অ্যাপ্লিকেশনটি সর্ম্পকে অবহিত করেছে।

অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোরে গিয়ে SAFESTEP লিখে সার্চ করতে হবে অথবা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে।  Google Play Link . অ্যাপটি সর্ম্পকে বিস্তারিত জানতে ফেসবুক পেজ-এ ভিজিট করা যাবে (Facebook Page)।

এই গুরুত্বর্পূণ অ্যাপ্লিকেশনটি অভিবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে পারলে তাদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ হবে। এজন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?

4 Comments

  1. এই গুরুত্বর্পূণ অ্যাপ্লিকেশনটি অভিবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে দুইটি ভাবে কাজ করা যেতে পারে, প্রথমত, স্যোসাল মিডিয়া প্রসার বাড়ানো,দ্বিতীয়ত: টিটিসি এর প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন এবং ‍প্রকল্পের উঠান বৈঠক, পিডিএমও এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি সম্পকে বিস্তারিত আলোচনা করা যেতে পারে
    ধন্যবাদ

  2. এই গুরুত্বর্পূণ অ্যাপ্লিকেশনটি অভিবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে দুইটি ভাবে কাজ করা যেতে পারে, প্রথমত, স্যোসাল মিডিয়া প্রসার বাড়ানো,দ্বিতীয়ত: টিটিসি এর প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন এবং ‍প্রকল্পের উঠান বৈঠক, পিডিএমও এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি সম্পকে বিস্তারিত আলোচনা করা যেতে পারে
    ধন্যবাদ

  3. এই গুরুত্বর্পূণ অ্যাপ্লিকেশনটি অভিবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে দুইটি ভাবে কাজ করা যেতে পারে, প্রথমত, স্যোসাল মিডিয়া প্রসার বাড়ানো,দ্বিতীয়ত: টিটিসি এর প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন এবং ‍প্রকল্পের উঠান বৈঠক, পিডিএমও এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি সম্পকে বিস্তারিত আলোচনা করা যেতে পারে
    ধন্যবাদ

  4. এই গুরুত্বর্পূণ অ্যাপ্লিকেশনটি অভিবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে দুইটি ভাবে কাজ করা যেতে পারে, প্রথমত, স্যোসাল মিডিয়া প্রসার বাড়ানো,দ্বিতীয়ত: টিটিসি এর প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন এবং ‍প্রকল্পের উঠান বৈঠক, পিডিএমও এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি সম্পকে বিস্তারিত আলোচনা করা যেতে পারে
    ধন্যবাদ